টি-শার্ট ডিজাইন কেন শিখবেন এবং ডিজাইনার হিসেবে কিভাবে ক্যারিয়ার করবেন?

কাস্টমাইজ টি-শার্ট বা গ্রাফিক বেসড টি-শার্টের চাহিদা এখন তুঙ্গে। বলতে গেলে ছেলে-মেয়ে, ছোট-বড় নির্বিশেষে সকলের কাছে ট্রেন্ডি আর কম্ফোর্টেবল পোশাক এটি। তবে নতুন নতুন আইডিয়া আর ডিজাইনের প্রতি মানুষের ঝোঁক সমসময় এই বেশি। তাই নিত্যনতুন ক্রিয়েটিভ কাজের টিশার্ট এর প্রতি ক্রেতাদের এখন বেশ আগ্রহ।

এক কালার টি-শার্ট থেকে এখন হ্যান্ড পেইন্ট, গ্রাফিক ও সৃষ্টিশীল ডিজাইন বেশি প্রাধান্য পাচ্ছে। তবে হ্যান্ড পেইন্টে সকল ডিজাইন তোলাও কষ্টসাধ্য এবং স্থায়ীত্বের একটা প্রশ্ন থাকে। তাই বাজারে ক্রেতাদের প্রায়োরিটি লিস্টে প্রথমেই থাকে গ্রাফিক টিশার্ট। সুতরাং এই বিজনেসে সফল হওয়ার সম্ভাবনাও বেশি।

বাজার চাহিদার সাথে তাল মিলিয়ে টিশার্ট ডিজাইনারদেরও এখন ব্যপক ডিমান্ড। আপনি যদি একবার এই ডিজাইনিং ভাল ভাবে রপ্ত করতে পারেন, তাহলে খুব সহজেই ভাল একটি ইনকাম সোর্স পাবেন। শুধু তাই নয় আন্তর্জাতিক মার্কেটপ্লেসেও পাবেন কাজের সূযোগ। তাই জেনে নিন টিশার্ট ডিজাইনের আদ্যোপান্ত- কেন শিখবেন এবং একজন ডিজাইনার হিসেবে কিভাবে ক্যারিয়ার করবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *